Skip to main content
জটিল চারটি অপারেশন ও গলার খাদ্যনালির একটি অপারেশন সম্পন্ন হল বগুড়ায়, ডক্টর ক্লিনিক ইউনিট-২, ঠনঠনিয়া তে।
অপারেশনগুলি সম্পন্ন করেন নাক কান গলা বিশেষজ্ঞ ও মাইক্রো- ইয়ার সার্জন ডা.আহমদ আবদুল্লাহ জামি।
মাইক্রোস্কোপিক ও এন্ডোস্কোপিক পদ্ধতিতে কানের পর্দা লাগানো থেকে শুরু করে, কর্টিকাল ম্যাস্টয়েড সার্জারি ও কলেস্টিয়েটোমা অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়।
পরবর্তীতে আরেক রোগীর গলার অন্ননালীর অপারেশন ইসোফেগোসকোপি করা হয়।
আলহামদুলিল্লাহ সব রোগী ভালো আছেন।
সুদক্ষ এনেস্থেশিওলজিস্ট ও অপারেশন টিমকে অনেক ধন্যবাদ।
Comments
Post a Comment