মুখের প্যারোটিড গ্রন্থির বড় টিউমারের জটিল অপারেশন সম্পন্ন হয়েছে বগুড়ায়

          ডক্টরস ক্লিনিক ইউনিট ২ এ। অপারেশন টি সম্পন্ন করেন বিশেষজ্ঞ হেড-নেক ক্যান্সার সার্জন ডা.আহমদ আবদুল্লাহ জামি।

এ অপারেশনের একটি বড় জটিলতা মুখের এক পাশ প্যারালাইসিস হয়ে যাওয়া। অপারেশন টি অত্যন্ত সুক্ষভাবে সম্পন্ন করায় এই অপারেশনের ক্ষেত্রে কোন জটিলতা তৈরি হয়নি এবং আলহামদুলিল্লাহ অপারেশন পরবর্তীতে সম্মানিত এই প্রবাসী রোগী অত্যন্ত ভালো আছেন।
অত্যন্ত সুচারুরূপে এনেস্থেশিয়া দিয়েছেন প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. পঙ্কজ মহন্ত। এবং অত্যন্ত দক্ষতার সাথে সহযোগিতা করেছেন ইএনটি সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ আল মামুন এবং ডা. পরশ।
সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ।









Comments